দেশ

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

নির্বাচনের আগে নীতীশের নেতৃত্বে সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কথা অনুযায়ী বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷ সেই সঙ্গে ২০ বছর ভোটে লড়াই না করে ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ৷ বৃহস্পতিবার পটনায় গান্ধি ময়দানে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে বিহারের রাজ্য়পাল আরিফ মহম্মদ খান নীতীশ কুমারকে রাজ্যের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান ৷ এছাড়া এদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২১ জন বিধায়ক ৷ প্রধানমন্ত্রী মোদি ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনডিএ’র শীর্ষ নেতা এবং বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা ৷