দেশ

ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এনডিএ-এর সমর্থনে ৮ জুন শপথ

আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। এদিকে, শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদি তৃতীয়ারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন আগামী ৮ জুন। বুধবার এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকী নীতীশ কুমার তেজস্বী যাদবের সঙ্গেই বিমানে করে দিল্লি যান। এর পরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-তেই আছেন। এই আবহে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, শনিবার মোদি শপথ নিতে পারেন।