কলকাতা

ভিড় সামলাতে আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো

শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের মেট্রো চড়ার অনুমতি রয়েছে। কিন্তু এই অবস্থায় দিন দিন বেড়েই চলেছে যাত্রীচাপ। সামাল দিতে তাই সোমবার থেকেই পরিষেবা বাড়ানো হচ্ছে। ৯০টির বদলে এবার আপ-ডাউন মিলিয়ে মোট ১০৪টি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল। ৫২ টি আপ ও ৫২টি ডাউন ট্রেন চালানো হবে। সকালের মেট্রো পরিষেবায় প্রথম ট্রেনটি বর্তমান সময় সকাল সাড়ে ৮টার বদলে সকাল ৮ টায় দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে ছাড়বে। যদিও সকালে শেষ ট্রেন ছাড়ার সময়ে কোনো পরিবর্তন হয়নি। উভয় প্রান্তিক স্টেশন থেকেই সকালের শেষ ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১ টায়। বিকেলবেলার সময়সূচিতেও কিছুটা বদল আনা হয়েছে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে বর্তমান সময় বিকেল পৌনে চারটের বদলে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে তিনটেয়। উভয় স্টেশন থেকেই  শেষ ট্রেন সন্ধে ৭ টার বদলে ৭ টা ১৫ মিনিটে ছাড়বে।