জেলা

দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়: অভিষেক

বাঁকুড়ার সভা করতে গিয়ে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েতের নির্বাচনী মঞ্চ থেকেই দামামা বাজালেন লোকসভার। বললেন, দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়।  অভিষেক বলেন, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে গত ২০১৯ এবং ২০২১ সালে বিজেপি জিতেছিল আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে। ভোট নিয়ে এসেছিল ৫৬ ইঞ্চি এবং রাম মন্দিরের নামে।  তবে তাতে উন্নয়ন হয়নি। হয়েছে হিন্দু-মুসলিম বিভাজন। হয়েছে মূল্যবৃদ্ধি। দাম বেড়েছে জ্বালানির। অর্থনীতির উন্নতি হয়নি। অভিষেকের আর্জি, ধর্মীয় বিভাজনে এবারের পঞ্চায়েতে ভোট দেবেন না। বলেন, ভাবনা বদলান। ভোট দিন উন্নয়ন দেখে। না হলে অশান্তি থামবে না। তৃণমূল যুবরাজ বলেন, বিজেপিকে ভোট দেওয়া ভুল, পাপ।  জনগণের কাছে তাঁর আর্জি, এই ভুলের পুনরাবৃত্তি করবেন না। আচ্ছে দিনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না।  হুঁশিয়ারি, দিল্লি থেকে বাংলার সমস্ত অধিকার ছিনিয়ে আনা হবে। আর সেই অধিকার আদায়েই অভিষেকের আবেদন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাত শক্ত করুন। তাঁর দাবি, দিল্লিতেও একমাত্র বিকল্প ‘দিদি’।  অভিষেকের সাফ কথা, ‘অসময়ে মানুষের পাশে থাকে তৃণমূল’।