জেলা

ভুয়ো ই-চালান বানিয়ে চলত বালি পাচার, অবশেষে গ্রেফতার মূল পাণ্ডা

সরকারি চালানের আদলে ভুয়ো ই-চালান বানিয়ে চলত বালি পাচার। শুধু তাই নয়, ভুয়ো ই-চালান বের করার জন্য সরকারি ওয়েবসাইটের আদলে বানানো হয়েছিল ভুয়ো ওয়েবসাইটও। বালি পাচারকাণ্ডের তদন্তে নেমে অবশেষে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার পুলিশ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম দীপক কুমার ঘোষ। বালি পাচারকাণ্ডের তদন্তে নেমে তাঁর হদিশ পান তদন্তকারীরা। অভিযোগ সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ভুয়ো ই-চালান তৈরি করত দীপক কুমার ঘোষের নেতৃত্বে একটি চক্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে একেবারে আসলের মত দেখতে ই-চালান তৈরি করত প্রতারকরা। সেই ভুয়ো চালান চলে যেত পাচারকারীদের হাতে। এরপর অবৈধভাবে বালি তুলে পাচার করা হত রাজ্যের বিভিন্ন জায়গায়। সরকারি নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে এই চক্র সক্রিয় বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত দীপক কুমার ঘোষের বিরুদ্ধে ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৬৯ / ৪৭১/ ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে।