সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে নদিয়ার চাকদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতার কাছে পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে আলু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। গুরুতর জখম হয়েছেন ডাম্পারের খালাসিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ নলহাটি থেকে একটি পাথর বোঝাই ডাম্পার চাকদার দিকে আসছিল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ১৪ চাকার একটি আলু বোঝাই ট্রাক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পারটি ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে। বিকট শব্দ হয়। তড়িঘড়ি স্থানীয় দোকানদার ও পথচলতি সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এসে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ডাম্পারের চালকের। মরাত্মকভাবে জখম হয়েছেন ডাম্পারের খালাসিও। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত খালাসিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।