আজ ভোরে পুলওয়ামার গোসু অঞ্চলে জঙ্গিদমনে যৌথ অভিযান শুরু করে সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ন, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এবং জম্মু-কাশ্মীর পুলিশ। শুরু হয় গুলির লড়াই। এক সৈনিক নিহত হন। আহত হন আরও দু’জন। একটি বাড়িতে লুকিয়ে ছিল দুই জঙ্গি। তাদের একজনও গুলিতে মারা গিয়েছে।