বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অভিযুক্ত আরও এক শার্প শুটারের সন্ধান পেল সিআইডি। অভিযুক্তের নামও মণীশ সিংহ। হরিয়ানায় জেলবন্দি ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। এ নিয়ে মঙ্গলবার বারাকপুরের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারকের আদালতে আবেদন করে সিআইডি। ওই আবেদন মঞ্জুর করেছেন বিচারক ডি এন রায় বর্মন। ২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানার কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ। ঘটনার সময়ে বি টি রোডের ধারে তাঁর গাড়িটি দাঁড় করানো ছিল। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ঘটনাস্থলে একটি চায়ের দোকানে কয়েকজন সঙ্গীর সঙ্গে আড্ডা মারছিলেন মণীশ। এমন সময়ে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম থেকেই সন্দেহ ছিল, কোনও ভিন রাজ্যের বাসিন্দা এই খুনের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তের নাম মণীশ সিংহ। বিহারের বৈশালীর বাসিন্দা মণীশ ২০১৩ সালে ডাকাতির চেষ্টার একটি মামলায় চলতি বছরেই গ্রেফতার হয়। বর্তমানে হরিয়ানার নিমকা জেলে বন্দি। মণীশ শুক্লা খুনের মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করার সময়ে মণীশ সিংহের নাম উঠে আসে। মণীশ শুক্লা খুনে অভিযুক্ত নাসির আলি-সহ ১১ জনের নামে আগেই চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। তাদের মধ্যে তিন জন ছিল শার্প শুটার। পুলিশ জানিয়েছে, তারা সকলেই বিহারের বাসিন্দা এবং কুখ্যাত দুষ্কৃতী, জেলবন্দি সুবোধ সিংহের সঙ্গী। তবে বেশ কিছু পলাতক সন্দেহভাজনের নামও ছিল তদন্তকারীদের কাছে। ব্যারাকপুর আদালতে সিআইডি চার্জশিট জমা দেওয়ার পর মণীশ সিংহের খোঁজ মেলে। তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করলে তা মঞ্জুর করা হয়।