বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শনিবার, কলকাতার জাতীয় গ্রন্থাগারে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজ্য বিজেপির তরফে । কিন্তু নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু এই বৈঠকে যোগ দেননি বলে খবর ৷ বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেই জল্পনা শুরু হয়েছে । সূত্রে খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে শুক্রবার রাতে ফোন করেন শুভেন্দু অধিকারী । বিশেষ কাজের জন্য তিনি এদিনের বৈঠকে আসতে পারবেন না বলে জানান ৷ যদিও অন্য একটি সূত্রের খবর, ১০৮টি পৌরসভার বিপুল ভরাডুবির পরই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর৷