চলতি সপ্তাহে তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রইল বেসরকারি বাসের মালিকপক্ষ । পরপর দু’দিন একাধিক বৈঠক করলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি ৷ আজ পরিবহণ সচিব-সহ সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠকও নিষ্ফলা । তাই বাস মালিক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চলতি সপ্তাহেই, বৃহস্পতি, শুক্র ও শনিবার হচ্ছে বাস ধর্মঘট ৷ সোমবার ও মঙ্গলবার পরপর তিন দফা বৈঠকেও জট কাটেনি ৷ তাই পরিষেবা বন্ধ রাখার পথেই হাঁটবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি । তাদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ না-হলে এই সমস্যার সমাধান সম্ভব না । গত শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি জানিয়ে দিয়েছিল যে, তারা পাঁচদফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছে ৷ সেই চিঠির কপি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব সৌমিত্র মোহনকেও পাঠানো হবে ৷ তারা সেদিন ঘোষণা করে, 20 মে-র মধ্যে তাদের দাবিগুলি বিবেচনা কিংবা সমস্যার সমাধানের জন্য আলোচনায় সরকার না-বসলে, 22-24 মে 72 ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হবে ৷
