দেশ

চরবৃত্তির জেরে বহিষ্কার! পাক কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত। নয়াদিল্লির পাকিস্তানি হাই কমিশনে কর্মরত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ‘পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ভারতে নিযুক্ত পাকিস্তানের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ -এর কাছে এই নিয়ে সরকারি প্রতিবাদপত্র বা ডেমার্শ জমা দেওয়া হয়েছে। তবে ওই কূটনীতিকের নাম বা পদ প্রকাশ করেনি বিদেশ মন্ত্রক। দূতাবাসে বসে ঠিক কী ধরনের ‘কর্মকাণ্ডে’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি, জানানো হয়নি তাও। তবে বিভিন্ন মহলে অনুমান করা হচ্ছে দূতাবাসের আচ্ছাদনে থেকে তিনি ভারতের বিরুদ্ধে চরবৃত্তিতে যুক্ত ছিলেন। বিদেশ মন্ত্রক বলেছে, ‘নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্তাকে, তাঁর পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে, অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। পাকিস্তান হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স-কে এই বিষয়ে ডেমার্শ-ও দেওয়া হয়েছে।’