ভারতের আকাশসীমায় প্রায় ১০ মিনিট ধরে উড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান। ভারী বৃষ্টির কারণে বিমানটি লাহোর বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল। জানা যাচ্ছে, গত ৪ মে রাত ৮টা নাগাদ পিআইএ এর বিমান পিকে ২৪৮ (PK248) ওমানের মাস্কাট থেকে পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় ভারী বৃষ্টির কারণে বিমানটি নামতে ব্যর্থ হয়। অবশেষে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে, বিমানটি বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটে। পথ হারিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে সেটি। বাধনা থানা এলাকা থেকে ভারতীয় আকাশসীমায় বিমানটি ১৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় ২৯২ কিমি প্রতি ঘন্টা বেগে প্রবেশ করে। ভারতের পঞ্জাবের তারান সাহিব ও রসুলপুর শহরের উপর দিয়ে ৪০ কিমি ভ্রমণের পর বিমানটি নওশেহরা পান্নুয়ান থেকে ফিরে যায়। ভারতের আকাশসীমায় বিমানটি ২০ হাজার ফুট উচ্চতায় উড়েছিল। অবশেষে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর বিমানটি মুলতানে সফলভাবে অবতরণ করে।