জেলা

হাইকোর্টের চরম হুঁশিয়ারির পরই খোঁজ মিলল প্রতিমন্ত্রীর, বাগডোগরা থেকে ফ্লাইট ধরে আজ সন্ধ্যায় পৌঁছচ্ছেন কলকাতা!

অবশেষে হাইকোর্টের চরম হুঁশিয়ারির পর খোঁজ পাওয়া গেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। ৩৬ ঘণ্টা ‘নিরুদ্দেশ’ থাকার পর খোঁজ মিলল। সাদা পাঞ্জাবী-পাজামা পরা শিক্ষা প্রতিমন্ত্রী নামলেন কালো কাচে ঢাকা সাদা গাড়িটা থেকে। সোজা চলে গেলেন বাগডোগরা বিমানবন্দরের ভিতরে। যদিও বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা গেল না শিক্ষিকা মেয়ে অঙ্কিতাকে।  আদালতের নির্দেশ সত্ত্বেও কলকাতায় এসে সিবিআই দফতরে হাজিরা দেননি মন্ত্রী। গতকাল পদাতিক এক্সপ্রেসে রওনা দিয়েও মাঝপথেই নেমে যান মন্ত্রী। এই প্রশ্নেই আজ চরম ক্ষোভ প্রকাশ করে আদালত। এরপরেই জানা যায়, পরেশ অধিকারী ইমেইল করে পরবর্তী হাজিরার সময় ও দিন চেয়েছেন। আদালতে সেকথা জানিয়েছে সিবিআই।পরেশ অধিকারী কোচবিহারে আছেন এবং স্পাইস জেটের বিমানে আজই তিনি কলকাতায় আসছেন। বিমানটি কলকাতা পৌঁছবে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ। এসজি৩২৩০ ফ্লাইটে তিনি কলকাতায় আসবেন। 

এদিন বেলা ৩টে পর্যন্ত শেষ সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। যদিও তখনও তিনি ‘নিখোঁজ’ ছিলেন। ৪টে নাগাদ তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল বিমান উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসছেন। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কঠোর মন্তব্য করেন। বিমানবন্দরে পরেশকে দেখা না গেলে তা ভাঁওতা দেওয়ার সামিল হবে বলে মন্তব্য করতে শোনা যায় বিচারপতিকে।