কলকাতা

পার্টি কাণ্ডের জেরে পার্ক হোটেলের সবকটি বার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ

পার্ক হোটেলের পার্টি কাণ্ডে হোটেলের ৯টি বার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল আবগারি দফতর। হোটেলের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই প্রচুর মদের বোতল-সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার হোটেলের ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে জেরার জন্য তলব করেছে লালবাজার থানার পুলিশ। এরপর আজ ফের লালবাজারের তরফে আবগারি কমিশনকে চিঠি পাঠানো হয়। লালবাজার সূত্রের খবর, আবগারির নিয়মভঙ্গ করে মদের বোতল মজুত করা হয়েছিল কিনা, অন্যান্য নেশার দ্রব্য মজুত সম্পর্কে আবগারি দফতর অবগত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। গত শনিবার ওই হোটেলের তিন ও চারতলা থেকে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। করোনা বিধি উপেক্ষা করে তারস্বরে ডিজে বাজিয়ে মধ্যরাত পর্যন্ত পার্টি করছিলেন তাঁরা। কীভাবে শহরের বুকেই এভাবে বিধিনিষেধকে উপেক্ষা করে পার্টি চলত, তা খতিয়ে দেখা হচ্ছে।