মাঝআকাশে বিমানকর্মীর গায়ে হাত তুললেন যাত্রী। যার জেরে যাত্রা সম্পূর্ণ হওয়ার আগেই দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাটি ঘটেছে, আজ, সোমবার সকালে। জানা গিয়েছে, আজ সকাল ৬টা ৩৫ মিনিটে দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয় বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই এক বিমানকর্মীর সঙ্গে ঝামেলা শুরু হয় এক যাত্রীর। অভিযোগ, সেই ঝামেলা চলাকালীন বিমানকর্মীকে মারধর করেন ওই যাত্রী। বাধ্য হয়ে বিমানটিকে মাঝপথেই দিল্লি ফেরাতে হয়। দিল্লিতে নামার পরই অভিযুক্ত যাত্রীকে পুলিসের হাতে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ।