আমেরিকার রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনা চপারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের ব্যাপক সংঘর্ষ । যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল পটোম্যাক নদীতে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে উদ্ধার হয়েছে ১৮ জনের দেহ। আরও দেহ উদ্ধারের আশঙ্কা। এখনও উদ্ধারকাজ জারি। সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে বিমানে অন্তত ৬৪জন যাত্রী ছিল বলে খবর। সকলের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধারের জন্য পটোম্যাক লেকে ডুবুরি নামানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইনসের ৫৩৪১ নম্বর বিমানটি। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবাড় সাতসকালেই দুর্ঘটনাগ্রস্ত প্লেনটি। ঘটনায় সেনাবাহিনীর চপারকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, দুর্ঘটনা এড়ানো সম্ভব হত, যদি চপারটি ঠিক সময় দিক পরিবর্তন করে নিত। কেন এমন করা হল না? কেন এয়ার ট্রাফিক কন্ট্রোল চপারটিকে বিমানমুখী হওয়ার নির্দেশ দিল? প্রশ্ন তুললেন ট্রাম্প। তাঁর আরও দাবি, আকাশ পরিষ্কার ছিল। বিমানের আলো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। তাহলে কেন সেনা চপার তার অভিমুখ পরিবর্তন করল না? কেন উপরে বা নীচে গেল না। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কেন কোনও নির্দেশ দেওয়া হল না? একাধিক প্রশ্ন মার্কিন প্রেসিডেন্টের।
