বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে হুমকি ফোন এল পাটনা এয়ারপোর্টে। আজ, বুধবার সকাল ১০টা ৪৮ নাগাদ হঠাৎই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে। এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ফোন করে তিনি জানান যে, বিমানবন্দরে বোমা রাখা আছে। এরপরই খবর দেওয়া হয় পুলিসে। বর্তমানে বম্ব স্কোয়াড বিমানবন্দর চত্বরে তল্লাশি করে দেখছে আদৌ বোমা রয়েছে কিনা। তবে এই ঘটনার জেরে বিমানবন্দরের পরিষেবায় কোনও প্রভাবই পড়েনি।
