তৃণমূল ছাড়লেন পবন বর্মা। মাস কয়েক আগে প্রাক্তন জেডিইউ নেতা নাম লিখিয়েছিলেন জোড়াফুল শিবিরে। যোগ দিয়েই পেয়েছিলেন শীর্ষস্তরের পদ। কিন্তু পার্থ-অনুব্রত কাণ্ডের পর তৃণমূল ছেড়ে দিলেন। গত ২০২১ সালের নভেম্বর মাসে তৃণমূলে নাম লিখিয়েছিলেন পবন। তবে থাকলেন ৯ মাসেরও কম। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর এই সম্পর্কে একটি ট্যুইটও করেছেন পবন। অথচ এই পবন তৃণমূলে যোগ দিয়েই বসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির পদে। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
