জেলা

অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক

পৃথিবীর দশম উচ্চতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা জয় করলেন বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক। এর আগে তিনি অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করে নজির গড়েছিলেন। ত মে মাসে চন্দননগরের মেয়ে ইতিহাস লিখেছেন। শনিবার ঘরে ফিরলেন পিয়ালি। তাঁর জন্য চন্দননগরে একেবারে  উৎসবের মেজাজ। পিয়ালিকে মালা ও উত্তরীয় পরিয়ে এদিন সংবর্ধনা দেওয়া হয়। পাড়ার মোড় থেকে ভিন্টেজ গাড়ি চেপে পিয়ালি যান নিজের বাড়িতে। অনন্য় কৃতিত্বে গোটা রাজ্য তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন পিয়ালি।