পিএম কেয়ার ফান্ডের অডিটের দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পিএম কেয়ার ফান্ডে কোটি কোটি টাকা দিয়েছেন দেশের বহু ধনী মানুষেরা। স্বচ্ছতার প্রশ্নে আরও একবার সেই ফান্ডের অডিটের দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আজ রাতে রাহুল টুইটারে লিখেছেন, বহু রাষ্ট্রায়াত্ত সংস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ এসেছে পিএম কেয়ার ফান্ডে। এসেছে রেলওয়ের তরফেও। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নিশ্চিত করা উচিত এই তববিল অডিট করার বিষয়টি। কত টাকা পাওয়া গিয়েছে এবং কী ভাবে তা খরচ করা হচ্ছে, তাও জনসমক্ষে জানানো উচিত। ২৮ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছিল পিএম কেয়ার তহবিল। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শিল্পপতিরা যেমন অর্থপ্রদান করেন ওই তহবিলে, তেমনই অর্থ আসে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির তরফ থেকেও। এই আবহেই কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, কেন আলাদা করে এই তহবিলে তৈরি করতে হচ্ছে।