দেশ

বারাণসীতে ১ হাজার ৫৮৩ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, করোনা মোকাবিলায় যোগীর ভূয়সী প্রশংসা

বারাণসীতে ১ হাজার ৫৮৩ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বারাণসীতে ১ হাজার ৫৮৩ কোটির মূল্যের সড়ক, জল পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বারাণসীতে ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সংবর্ধনায় পৌঁছন। তাঁর প্রথম ভাষণে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করার জন্য উত্তর প্রদেশ সরকারের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন কোভিডের দ্বিতীয় তরঙ্গে খুব ভালোভাবেই সামলে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগেইবারাণসীতে ১ হাজার ৫৮৩ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী করে কিছুটা হলেও বিজেপির মনোবল বাড়িছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা। তারপরেই তিনি জানিয়েছেন এই প্রকল্পগুলির কারণে কাশীর বাসিন্দাদের জীবনযাত্রার মান অনেকটাই সহজ হয়ে যাবে। কাশীর বাসিন্দাদের আর পরিশুদ্ধ জলের জন্য সংস্যায় পড়তে হবে না। বারাণসীর এই প্রকল্পগুলি পূর্বাঞ্চলের জীবনযাত্রার মানও বদলে দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগে আন্তর্জাতিক মানচিত্রে হিন্দুদের এই পবিত্র আর প্রাচিন তীর্থক্ষেত্রটি অচিরেই স্থান করে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।  এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী পৌঁছে যান। আইআইটি-বিএইচইউ মাঠ থেকে সমস্ত প্রকল্পের উদ্বোধন করেন।  সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ আর অন্নপূর্ণ দেবীর উদ্দেশ্যে প্রনাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। বলেন, দীর্ঘ দিনের পরে বারাণসীর বাসিন্দাদের সঙ্গে তিনি দেখা করলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ দিন সঙ্গে বারাণসীর বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাঁর ভালো লাগছে।একই সঙ্গে তিনি বলেন বারানসীর উন্নয়নের যা যা হচ্ছে তা সবই মহাদেশের বা কাশী বিশ্বনাথের আশীর্বাদে হচ্ছে। কাশীর জন্য ৫৫০ টি অক্সিজেন প্ল্যাট তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল  রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার। ভারত আর জাপানের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এটি। শিবলিঙ্গের আদলেই তা তৈরি হয়েছে। এটিতে একসঙ্গে প্রায় ১২০০ মানুষ বসতে পারেনন। তিনি এদিন বিএইচইউ হাসপাতালের  মাতৃ ও শিশু বিভাগটিও ঘুরে দেখেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।