বিদেশ

এবার প্যারিসে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

দুদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে প্যারিসে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওরলি বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ নিয়ে গত নয় বছরে ছয়বার ফ্রান্স সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি সফরে ফ্রান্সের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি ফরাসি প্রেডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মোদির সফরেই ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান ছাড়া আরও বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ঠাসা কর্মসূচি নিয়েই প্যারিসের মাটিতে পা রেখেছেন মোদি। সফরের প্রথম দিন বিমানবন্দর থেকে হোটেলে উঠবেন তিনি। ভারতীয় সময় রাত সাড়ে সাতটা নাগাদ ফ্রান্সের সংসদ ভবনে যাবেন মোদি। সেখানে সংসদ অধ্যক্ষ গেরাড লার্চারের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন। পৌনে নয়টা নাগাদ ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে বৈঠকে বসবেন। রাত এগারটার সময়ে প্যারিসের লা সিন সঙ্গীত কলাকেন্দ্রে প্রবাসী ভারতীযদের এক সমাবেশে ভাষণ দেবেন। ওই অনুষ্ঠান শেষে এলিসি প্যালেসে পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর দেওয়া নৈশভোজে অংস নেবেন। আগামীকাল শুক্রবার সফরের দ্বিতীয় দিনে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোদি। চলতি সফরেই ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান ও ডুবোজাহাজ কেনার বিষয়ে চুক্তি করতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। প্যারিস সফর থেকে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতে যাবেন মোদি।