এবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমরজিৎ সিনহা। সোমবারই তিনি পদত্যাগ করেন। যদিও এনিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর দফতরের এক আধিকারিক এই খবর জানিয়েছেন। ১৯৮৩ ব্যাচের বিহার ক্যাডারের আইএএস অমরজিৎ সিনহা। গত বছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যোগ দেন অমরজিৎ। আচমকা কেন তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব থেকে অবসর নেওয়ার পর অমরজিৎ সিনহা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হন। এর আগে শিক্ষা ও পঞ্চায়েত রাজ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমিতে ভবিষ্যতের আমলাদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেন। তবে, আচমকা প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদত্যাগ ঘিরে চর্চা শুরু হয়ে। ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। প্রায় ১৮ মাস ধরে মোদীর মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলেছেন।