দেশ

নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা, উদ্ধার ৬৮টি দেহ

নেপালের পোখরায় বিমান দুর্ঘটনাকাণ্ডে মৃত্য়ুর সংখ্যা বেড়ে হল ৬৮। রবিবার নেপালের অসামরিক বিমান সংস্থার তরফে একথা জানানো হয়েছে। এদিন রাজধানী কাঠমান্ডু থেকে যাত্রীদের নিয়ে  ইয়েতি এয়ারলাইন্সের 9N ANC ATR72 বিমানটি পোখরা যাচ্ছিল। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের নামার আগেই মাঝ আকাশে বিমানে আগুন ধরে যায়। এর পরই জ্বলন্ত বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে। বিমানে ৪ ক্রু মেম্বার ও ৬৮ জন যাত্রী-সহ ছিলেন মোট ৭২। যাত্রীদের মধ্যে ছিলেন ৫ জন ভারতীয়। এদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিল নেপাল প্রশাসন। তবে নিহতদের এখনও চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এদিনের দুর্ঘটনার পর সোমবার একদিনের জাতীয় শোকদিবস ঘোষণা করেছে কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানে দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান। প্রসঙ্গত, মাত্র দু’সপ্তাহ আগেই পোখরার এই আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল। সম্পূর্ণ চিনা সামগ্রীতে তৈরি করা হয় এই বিমানবন্দর। কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তের ছবি লেন্সবন্দি করেন স্থানীয় এক ব্যক্তি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। একটি বাড়ির ছাদ থেকে তোলা ওই ফুটেজে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারাতে দেখা গিয়েছে। এর পরই সম্পূর্ণ উলটে গিয়ে বিকট শব্দ করে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে নামে নেপালের সেনা। তাঁরাই ভেঙে পড়া বিমানটি থেকে নিথর দেহগুলি বের করে নিয়ে আসেন।