গতবারের তুলনায় এই বছর দীপাবলিতে রাজধানীর দূষণের মাত্রা বেশি ছিল । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে । উৎসবের মরশুমে শুকনো খড় জ্বালানো ও প্রতিকূল আবহাওয়া এই দূষণের মাত্রা বাড়ার অন্যতম কারণ হিসাবে বলছে CPCB-র রিপোর্ট । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এই বিশেষ রিপোর্টে বলা হয়েছে গত বছরের তুলনায় এই বছরের দীপাবলিতে পরিবেশে প্রায় সবক’টি দূষকের মাত্রাই বেশি ছিল ।
Related Articles
মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় মার্কিন মহিলা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর […]
গুজরাতের নারদা গ্রামে গণহত্যা মামলায় বেকসুর খালাস প্রাক্তন মন্ত্রী সহ ৬৮ অভিযুক্ত
গুজরাতের নারদা গ্রাম গণহত্যা মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস করে দিল আহমেমাবাদের বিশেষ আদালত। ২০০২ সালে গুজরাট গণহত্যায় নারদা গ্রামে এক মুসলিম পরিবারের ১১ জনকে হত্য়া করে উন্মত্ত জনতা। সেই ঘটনায় অভিযুক্ত গুজরাট সরকারের তত্কালীন মন্ত্রী মায়া কোডনানি, বজরং দল সদস্য বাবু বজরঙ্গি-সহ মুক্তি পেলেন মোট ৬৮ জন। হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মোট ৮৬ জন। তদন্ত চলাকালীন […]
I.N.D.I.A. জিতবে, ভাঁজপা হারবে, জোটের মঞ্চে থেকে চ্যালেঞ্জ মমতার
লড়কু মনোভাবই বাংলার বুকে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে দিয়েছে। এবার সেই একই আত্মবিশ্বাসে ভারত থেকে বিজেপি তথা মোদি শাসনের অবসান ঘটানোর ডাক দিয়ে দিলেন তিনি। মানে বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রাবিড়ভূমের আধুনিক কন্নড় সভ্যতার প্রাণকেন্দ্র বেঙ্গালুরুতে বিজেপি ও মোদি বিরোধী মহাজোটের দ্বিতীয় দফার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নিজের সংক্ষিপ্ত […]