বিনোদন

পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা

পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা ৷ এই কারণে লিমার একটি কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান তারকা। অসুস্থতার খবর গায়িকা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার খবর ও কনসার্ট বাতিলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা ৷ রবিবার বিকেলে কলম্বিয়ান তারকা শাকিরা তাঁর ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ররিবার রাতে (ভারতীয় সময়) আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছে পেট ব্যথার জন্য। আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা আমাকে এই মুহূর্তে গান গাইতে বারণ করেছেন ৷ ফলে আমি সেই অবস্থাতে নেই যে স্টেজে উঠে পারফর্ম করতে পারব ৷ আমার প্রিয় পেরুভিয়ান শ্রোতাদের সঙ্গে দেখা হবে না ৷ আমি গভীরভাবে আবেগপ্রবণ এবং উত্তেজিত ছিলাম সকলের জন্য ৷ আমাকে বিমানবন্দরে এমনভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ, লিমা ৷” তিনি আরও যোগ করেন, “লিমা কনসার্ট বাতিল করতে বাধ্য হলাম ৷ সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব। আমার দল ইতিমধ্যেই একটি অন্য দিনে শো প্ল্যান করার কথা ভাবছে ৷ সকল অনুরাগীকে পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ জানাই।” জানা গিয়েছে, কলম্বিয়ান সুপারস্টার শাকিরা শুক্রবার সন্ধ্যায় পেরুতে পৌঁছন ৷ সেখানে তাঁর রবিবার এবং সোমবার অনুষ্ঠান করার কথা ছিল। ভক্তরা শাকিরাকে বিমানবন্দরে দেখেই উষ্ণ অভ্যর্থনা জানান ৷ প্রিয় তারকাকে দেখতে বিমানবন্দরে ভিড় উপচে পড়ে ভিড় ৷ 48 বছরের গায়িকার এই পোস্টের পরই তাঁর ভক্তরা উদ্বেগে কমেন্ট সেকশন ভরিয়ে দেন ৷ এরপর সোমবার সকালে (ভারতীয় সময়) ফের একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি ভক্তদের উদ্দেশে লেখেন, “আপনাদের প্রেমময় বার্তার জন্য অনেক ধন্যবাদ ৷ এই ভালোবাসা আমাকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলেছে ৷ আমি প্রাণ দিয়ে আপনাদের ভালোবাসি।” যদিও সবটা ঠিক থাকে তাহলে পুনর্নির্ধারিত সময়ই পেরুতে পারফর্ম করবেন। প্রসঙ্গত, সম্প্রতি শাকিরা সেরা লাতিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন। তারপরই তিনি 11 ফেব্রুয়ারি থেকে রিও ডি জেনেরোতে তাঁর সফর শুরু করেন। দক্ষিণ আমেরিকান সফরের পর্ব 8 মার্চ পর্যন্ত চলবে এবং তারপর কলম্বিয়ায় যাবেন তাঁর পরবর্তী একাধিক শোয়ের জন্য।