বিবিধ

পাওয়া গিয়েছে রাসায়নিক পদার্থ বেনজিন, আশঙ্কা ক্যানসারের, পণ্য তুলে নিচ্ছে ইউনিলিভার

ড্রাই শ্যাম্পু, ডোভ সাবান, স্প্রে ড্রাই শ্যাম্পু

ক্যানসার ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় ইউনিলিভার বিশ্বের বাজারে ছড়িয়ে পড়া একের পর এক পণ্য তুলে নিতে শুরু করেছে। সংস্থাসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তারা পণ্য তৈরি করতে ব্যবহার করে রাসায়নিক পদার্থ বেনজিন। আর এই বেনজিন থেকেই ছড়ায় ক্যানসার। জার থেকে পণ্য তুলে নেওয়ার খবর দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিলভার সেই সব পণ্য বাজার থেকে তুলে নিতে শুরু করেছে যা তৈরি হয়েছিল ২০২১ সালে এবং তার কয়েক বছর আগে। যে সব পণ্য সামগ্রী ইউনিলিভার বাজার থেকে তুলে নিতে শুরু করেছে সেই সব পণ্যের মধ্যে রয়েছে সংস্থার তৈরি ড্রাই শ্যাম্পু, ডোভ সাবান, স্প্রে ড্রাই শ্যাম্পু। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ড্রাই শ্যাম্পুতে পাওয়া গিয়েছে, প্রোপেন এবং বুটেন। এই দুটি রাসায়নিক শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই দুই রাসায়নিক তৈরি হয় বেনজিন থেকে। একই ধরনের রাসায়নিক পাওয়া গিয়েছিল জনসন অ্যান্ড জনসনের নিউট্রোজেনা, এজওয়েল পার্সোনেল কেয়ার কোম্পানির তৈরি বানানা বোটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কানেক্টিকাটের একটি পরীক্ষাগারে ইউনিলিভারের তৈরি পণ্যের পরীক্ষা করা হয়েছিল। ল্যাব রিপোর্টে বলা হয়েছে, ইউনিলিভারের তৈরি বেশ কয়েকটি পণ্যে রাসায়নিক বেনজিন পাওয়া গিয়েছে, যা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্যানসারের মতো মারাত্মক রোগ ছড়ায় এই বেনজিন থেকে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ইউনিলিভার বাজার থেকে তাদের সংস্থায় তৈরি পণ্য তুলে নিতে শুরু করেছে।