বিনোদন

গাড়ি থেকে উদ্ধার পর্নস্টারের ডাহলিয়া স্কাই রক্তাক্ত মৃতদেহ

গাড়ির ভিতর থেকে উদ্ধার পর্নস্টারের রক্তাক্ত দেহ। তাতেই চাঞ্চল্য ছড়াল লস অ্যাঞ্জেলসের সান ফার্নান্দো ভ্যালিতে। মৃতের নাম ডাহলিয়া স্কাই। বয়স ৩১। জানা গিয়েছে, গুলির আঘাত ছিল ডাহলিয়ার শরীরে। ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন লস অ্যাঞ্জেলস পুলিশের গোয়েন্দা ডেভ পেটিক। ৩১ বছরের পর্নস্টারের শরীরে গুলির ক্ষত ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই জানিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তের পর তাঁর অনুমাণ, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কারণ স্টেজ ফোর মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন ডাহলিয়া। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন। ২০১০ সালে পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ডাহলিয়া। অল্প সময়েই পর্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছিলেন মার্কিন তরুণী।