খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

জোড়া গোলে উরুগুয়কে হারিয়ে নক আউটে পর্তুগাল

উরুগুয়কে জোড়া গোলে হারালো পর্তুগাল। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি। তবে ‘সি আর সেভেন’-এর প্রধান হাতিয়ার ব্রুনো ফার্নান্দেজই তাঁর দলের ও পর্তুগীজদের ত্রাতা হয়ে উঠলেন। ব্রুনোর জোড়া গোলেই চার বছর আগে উরুগুয়ের কাছে হারের জ্বালা মিটিয়ে নিল পর্তুগাল। গত ম্যাচে ঘানাকে ২-৩ ব্যবধানে হারানোর পর এবার উরুগুয়ের বিরুদ্ধে ০-২ গোলে জয়। ফলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগেই নক আউটে কোয়ালিফাই করে গেল ফার্নান্দো স্যান্টোসের দল।   রোনাল্ডো বনাম লুইস সুয়ারেজের ডুয়েল দেখার জন্য লুসেল স্টেডিয়ামের গ্যালারি ভরে গিয়েছিল। তবে সবাইকে চমকে দিয়ে উরুগুয়ের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সুয়ারেজকে রিজার্ভে রেখে দেন কোচ দিয়েগো আলান্সো। ফলে ব্রুনো ফার্নান্দেজ বনাম এডিনসন কাভানির লড়াই দেখাই ছিল ভরসা। মনে হচ্ছিল ম্যাচ এত ম্যাড়ম্যাড়ে ভাবে শেষ হবে। তবে লুসেল স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে তোলা অগণিত পর্তুগীজ সমর্থকদের মুখে হাসি ফুটল। ৫৪ মিনিটে বিপক্ষের জালে বল জড়াতেই গোটা দুনিয়ায় ছড়িয়ে থাকা রোনাল্ডোপ্রেমীরা সেলিব্রেট করতে শুরু করে দিলেন। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি পেল পর্তুগাল। সেই সুযোগ হারাননি ব্রুনো। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে উরুগুয়কে হারিয়ে নক আউটে পৌঁছাল গেল পর্তুগাল।


Portugal v Uruguay | Group H | FIFA World Cup Qatar 2022™ | Highlights