আজ শনিবারও কলকাতার একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহরতলিতেও থাকছে বৃষ্টির আশা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে। গতকাল, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থিল ২২.৬ ডিগ্রি, যা আদতে স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি কম।১০ জুনের পর বঙ্গোপসাগরে ফের যে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার ধাক্কায় বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর পূর্ব ভারতে বর্ষার অগ্রগতির গতিপথ নির্ভর করছে। এটা আগামী কয়েকদিন পর আরও পরিষ্কার হবে। অন্যদিকে, গতকালের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহর। সন্ধ্যার পরেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একেবারে ঝেঁপে বৃষ্টি নামে। পরে বৃষ্টির বেগ কমলেও গভীর রাত পর্যন্ত ধারাপাত অব্যাহত ছিল। বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায়। ফলে বিঘ্ন ঘটে যান চলাচলে। আচমকা বর্ষণে আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তবে পথচলতি সাধারণ মানুষকে ব্যাপক সমস্যায় মধ্যে পড়তে হয়। বারাসত থেকে বরানগর, নিউটাউন, উল্টোডাঙা, শ্যামবাজার, সোদপুর সহ উত্তর ও দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হয়েছে।
