কলকাতা

প্রস্তুত ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক, অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি করা হচ্ছে শিশুদের। অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে হাসপাতালগুলিতে বেড ভরে উঠেছে। সেই আবহে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান। মাত্র দুজন শিশুর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে শিশুদের চিকিৎসার স্বার্থে রাজ্য সরকার সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, শিশুদের চিকিৎসার জন্য ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এদিন একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়। মুখ্যমন্ত্রী অভিভাবক ও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়ে বলেন, গোটা বিষয়টির উপর নজর রাখছে স্বাস্থ্যভবন। সেরকম কিছু হলে স্বাস্থ্যভবন আপনাদের জানাবে। ঋতু পরিবর্তনের কারণে ভাইরাসের সংক্রমণ হচ্ছে বলে জানান তিনি। ভাইরাসের সংক্রমণ রুখতে শিশুদের নিয়ে বাইরে না বেরনোর পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ মূলত সদ্যোজাত থেকে ২ বছর বয়সীদের মধ্যে হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যের হাসপাতালগুলিকে রেফার করার প্রবণতা কমানোর কথা বলেন। পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আশাকর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন, সেই নির্দেশ দেন তিনি। অ্যাডিনো সংক্রান্ত সাহায্য প্রদানের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। এদিন সেই নম্বর প্রকাশ করে মুখ্যসচিব বলেন, যে কেউ অ্যাডিনো সংক্রান্ত কোনও জিজ্ঞাস্য বা সাহায্যের জন্য ১৮০০৩১৩৪৪৪২২২ নম্বরে ফোন করতে পারবেন। অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তিনি। পাশাপাশি এক শ্রেণীর সংবাদমাধ্যম অ্যাডিনো ভাইরাস নিয়ে নীতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে এদিন অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।