দেশ

‘মোদি-শাহ দেশদ্রোহী’, পেগাসাস ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি রাহুল গান্ধির

পেগাসাস স্পাইওয়্যারকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভারতের বিরুদ্ধে ব্য়বহার করেছেন ৷ আজ সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ সামিল হয়ে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ ৷ এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, ‘পেগাসাসকে অজরায়েল একটি অস্ত্র হিসেবে চিহ্নিত করেছে। এই পেগাসাস স্পাইওয়্যার জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োগ করার কথা। সেই স্পাইওয়্যারকে কেন্দ্রীয় সরকার সর্ব স্তরে ব্যবহার করেছে। এটা দেশদ্রোহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত পদত্যাগ করা।’ এদিন রাহুল গান্ধী আরও বলেন, ‘আমার ফোনও ট্যাপ করা হচ্ছে। আইবি-র কর্তারা আমাকে এই কথা জানিয়েছেন। আমার নিরাপত্তার দায়িত্বে থাকা দলকে তাঁদের উচ্চপদাধিকারী কর্তাদের কাছে জানাতে হয় যে আমি কী করছি বা কী বলছি।’তাঁর অভিযোগ, দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন৷ পেগাসাসকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাহুল গান্ধি ৷