দেশ

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, জানিয়ে দিল লোকসভার সচিবালয়

এ দিন লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে৷ গতকাল ২৩ মার্চ থেকে রাহুল গান্ধির সদস্যপদ খারিজ করা হয়েছে। তিন বছর আগে মোদি পদবী নিয়ে রাহুল আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ সেই মন্তব্যের জেরে দায়ের হওয়া ঘটনায় গতকাল রাহুল গান্ধির তিন বছরের কারাবাসের সাজা ঘোষণা করে সুরাতের আদালত৷ যদিও আদালত থেকেই জামিন পেয়ে যান কংগ্রেস নেতা৷ কিন্তু ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় রাহুল গান্ধির সাংসদ পদ থাকবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়৷ রাহুলের সাজা ঘোষণার প্রবল বিরোধিতা করছে কংগ্রেস৷  দিল্লির রাস্তায় নেমেছেন কংগ্রেস সাংসদরা৷ তার পরেও লোকসভার সচিবালয় রাহুলের সদস্যপদ খারিজ করে বিজ্ঞপ্তি জারি করল৷ রাহুলের সাজা যদি বহাল থাকে, সেক্ষেত্রে আগামী ৬ বছর নির্বাচনেও লড়তে পারবেন না। রাহুল গান্ধির উপরে যে এমন শাস্তির খাঁড়া নেমে আসতে পারে, তা আগে থেকেই আঁচ করেছিলেন কংগ্রেস নেতারা৷ বিষয়টি নিয়ে আগে থেকেই সরব হয়েছিলেন তাঁরা৷ বিরোধী দলগুলিকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করারও পরিকল্পনা ছিল কংগ্রেস নেতৃত্বের৷