ফের একবার জনসংযোগে নেমে নজর কাড়লেন রাহুল গান্ধী। রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে ধোসা বানানো শিখছেন কংগ্রেস নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তেলঙ্গানায় প্রচারে গিয়েছেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস বিজয়বেরী যাত্রায় নেমে কোন্ডাগাট্টু শহরে একটি ধোসার দোকানে দাঁড়িয়ে ধোসা বানানো শিখতে দেখা গেল রাহুলকে। কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে সেই ছবি শেয়ার করে লেখা হয়েছে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে ধোসার তাওয়া সব ক্ষেত্রেই সেরা। কোন্ডাগাট্টু শহরে লোভনীয় মশলা ধোসা বানাচ্ছেন রাহুল গান্ধী’।