ন্যাশনাল হেরাল্ড পত্রিকার টাকা নয়ছয়ের অভিযোগে আজ তৃতীয় দিন ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি ৷ এর আগে ১৩ ও ১৪ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে গিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ সোমবার ইডি তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷ মঙ্গলবারও দু’দফায় প্রায় ১০ ঘণ্টা ধরে সোনিয়া-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ এই জেরার বিরুদ্ধে দিল্লি-সহ দেশজুড়ে আন্দোলনে নামেন কংগ্রেস মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, কর্মীরা ৷ দু’দিন মধ্য দিল্লির রাস্তায় বিক্ষোভে নামেন অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান কংগ্রেস নেতারা ৷ পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে ৷ তাই আজ ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ কোনও রকম জমায়েত করা যাবে না ৷ এমনকী ইডি-র সদর দফতরের দিকে এই রাস্তাগুলিতেও প্রবেশ নিষিদ্ধ ৷ ৮ জুন সোনিয়া গান্ধিরও হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ২৩ জুন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ রাহুল এবং সোনিয়া গান্ধির বিরুদ্ধে অর্থ জালিয়াতির পিএমএলএ আইনে মামলা দায়ের করা হয়েছে ৷