জেলা

লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুরে রেল অবরোধ

এবার দত্তপুকুরে রেল অবরোধ যাত্রীদের। অবিলম্বে দত্তপুকুর লোকাল ট্রেন চালুর দাবিতে এই অবরোধ বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ, পৌঁছেছে বনগাঁ সিআরপি, আরপিএফ। অবরোধকারীদের অভিযোগ, কিছু কিছু লোকাল ট্রেন চললেও দত্তপুকুর লোকাল চালানো হচ্ছে না। দত্তপুকুর লোকাল চালানোর দাবিতে আজকের এই অবরোধ। এদিকে এই অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যহত হয়েছে ট্রেন চলাচল।