পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন রেল অবরোধে বসেছে। প্ল্যাকার্ড হাতে রেল লাইনে কয়েক হাজার কর্মী সমর্থক বসে সকাল থেকে। অসম পার করে বাংলায় ঢোকার পর প্রথম রেল স্টেশন জোরাই। বুধবার ভোরে বংশী মদনের নেতৃত্বে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। রেল লাইনে শুয়ে পড়েন তাঁরা। ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন। ঘুরপথে চালানো হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। রেল অবরোধের জেরে দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা। অবরোধকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোচবিহার রাজ্য ভারতভুক্তি চুক্তির পূর্ণ রূপায়নের দাবিতে বুধবার ভোরে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে বিক্ষোভ দেখায় জিসিপিএ সংগঠনের কর্মীরা। রেল রোকোর (Rail Roko in Cooch Behar) জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘুরপথে চালানো হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন। ঘুরপথে নিয়ে যাওয়া হবে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস। এ দিন সকাল থেক নিউ কোচবিহার স্টেশনে আটকে রয়েছে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১১ই ডিসেম্বর নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে। গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল।