জেলা

ভোরের প্রথম ২টি ট্রেন বাতিল, ক্যানিংয়ে রেল অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের

কারণ না জানিয়েই হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছে ভোরের প্রথম দুটি ট্রেন ৷ এই অভিযোগে ট্রেন বাতিলের প্রতিবাদে বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিংয়ের তালদি স্টেশনে ট্রেন অবরোধ শুরু হয়। এই অবরোধে সামিল হন কয়েক হাজার ট্রেন যাত্রী ৷ যাত্রীদের অভিযোগ, ভোরের এই ট্রেনগুলি করেই তাঁরা শহরে কাজ করতে যান ৷ পরে বেলার ট্রেনে গেলে তাঁদের কাজে ক্ষতি হয় ৷ করোনা সংক্রমণের আবহে ট্রেন না বাড়িয়ে কেন ট্রেন বাতিল করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা ৷ তাঁদের দাবি, হয় সব ট্রেন বন্ধ রাখা হোক নয়তো সময় মতো ট্রেন চালানো হোক ৷