জেলা

মুখ্যমন্ত্রীকে লাগাতার কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে রেল অবরোধ মধ্যমগ্রামে

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। আর তার প্রতিবাদে মধ্যমগ্রামে প্রতীকী রেল অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রায় আধঘন্টা ধরে রেল অবরোধে সামিল হন জোড়াফুল শিবিরের নেতা, কর্মী ও সমর্থকরা। মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহার নেতৃত্বে এই প্রতীকী রেল অবরোধে সামিল হন বহু তৃণমূল কর্মী। অবরোধের জেরে বনগাঁ-শিহালদহ শাখার ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। এই অবরোধের কারণে যাত্রীদের যে সমস্যা হয়েছে তার জন্য, রেলের নিত্যযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রকাশ রাহা। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারী যে কুকথা বলে যাচ্ছেন, তার নিন্দা জানান তিনি। এদিন প্রকাশ রাহা বলেন, ‘অখিল গিরি যে মন্তব্য করেছে রাষ্ট্রপতিকে নিয়ে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়, দলের কেউ সমর্থন করে না। তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দু গদ্দারটা লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। শুভেন্দু শুধু গদ্দার নয় ও বিভীষণ ও মীরজাফর।’ পাশাপাশি দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতাদের মুখে প্রতিদিন যে কুকথার ফুলঝুরি ছুটে চলেছে লাগাতার তার প্রতিবাদ জানাতেও এদিন এই প্রতীকী রেল অবরোধ বলে জানান তিনি।