নির্ধারিত সময়ের ঘণ্টাদু’য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা মেইন সেকশনে ১২ কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও নির্দিষ্ট সময়ে দু’ঘণ্টা পূর্বেই সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণায় জানাল পূর্ব রেল ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই কাজের দরুণ আমরা ৪৪৯ রুটকে জুড়ে দেওয়া হয়েছে ও নতুন দ্বৈত ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে । এর দরুণ যাত্রী পরিষেবা আরও উন্নত হবে । এখন থেকে ট্রেন পরিষেবা যা বন্ধ ছিল, তা তুলে দেওয়া হল । যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন । রবিবার থেকে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ।”