আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে পালিত হবে রঙের উত্সব। এ সময় প্রচুর মানুষ ট্রেনে ভ্রমণ করবে, এই প্রত্যাশায় ১৮ জোড়া হোলি স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। কিন্তু কথা হল করোনা সংক্রমণ যেখানে ফের ভয়াবহ আকার নিচ্ছে, সেখানে এই পদক্ষেপ কতটা জরুরি, উঠছে প্রশ্ন! উত্তর রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই ১৮ জোড়া ট্রেন ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দৈনিক, সপ্তাহে ২দিন এবং ৩ দিন হিসেবে চলবে। অন্যদিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউতে জেরবার ভারত। মহারাষ্ট্র, পঞ্জাব সহ আরও বেশ কিছু রাজ্যের অবস্থা খুবই সঙ্গিন। পঞ্জাবে জারি হয়েছে নাইট-কার্ফু। বিহারে চিকিত্সক এবং স্থাস্থ্যকর্মীদের ছুটি আপাতত বাতিল করা হয়েছে। প্রত্যেক রাজ্যই করোনা মোকাবিলায় নিজের নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছে। ভিন রাজ্য থেকে মানুষের প্রবেশ নিয়েও প্রত্যেকের নিজস্ব বিধিনিষেধ রয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে নতুন ট্রেন কি খুবই দরকার ছিল? উঠছে প্রশ্ন!