কলকাতা

আজও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

 ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা গড়ালেই গায়েব শীতের আমেজ। বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।উত্তরবঙ্গেও সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ ও কাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে।