জেলা ভাইরাল

মুখ্যমন্ত্রীর হাতে চা-বিস্কুট খেল ‘রাজা’!

ওল্ড দিঘা বিশ্ব বাংলা গেট চত্বরে গেলেই দেখা যায় তাকে। পর্যটকরা ভালোবেসে খাবার দেন। সৈকতেই লাফালাফি, খেলাধুলো করে সময় কাটে বাঁদরটির। আদর করে সকলে তাকে ডাকে ‘রাজা’ নামে। বৃহস্পতিবার বাঁদরটিকে লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকতের ধারের গার্ডওয়ালের উপরে বাঁদরটিকে নিজের হাতে চা-বিস্কুট খাওয়ালেন মুখ্যমন্ত্রী। মুহূর্তে ক্যামেরাবন্দি সেই দৃশ্য। এ বার রথযাত্রার আয়োজন করা হচ্ছে ধুমধাম করে। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই দু’দিন আগে দিঘায় পৌঁছেছেন তিনি। ওল্ড দিঘায় সরকারি বাসভবন ‘দিঘি’তে রয়েছেন মুখ্যমন্ত্রী।