দেশ

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

মাত্র ৯ মাসের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ বৃহস্পতিবার টুইটে এ কথা জানান তিনি৷ যদিও তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে৷ তাই চিকিৎসকেরা জানিয়েছেন, চিন্তার বিশেষ কারণ নেই৷ ৭০ বছরের অশোক গেহলট টুইটে লেখেন, ‘আজ কোভিড পরীক্ষা করিয়েছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ শরীরে উপসর্গগুলো হালকা৷ তেমন কোনও সমস্যা নেই৷’ তবে তাঁর সংস্পর্শে আসা মানুষদের কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷ আর একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘লোকে ভাবছে ওমিক্রন অতটাও প্রাণহানিকর নয়৷ তাই মানুষ দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে৷’ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অশোক গেহলট টুইটে লেখেন, ‘২০২১ সালের অগস্টে আমার আর্টারিতে যখন ব্লকেজ ধরা পড়েছিল তখন চিকিৎসকরা পোস্ট কোভিড জটিলতাকে দায়ী করেছিলেন৷ সেজন্য ওমিক্রনকে হালকাভাবে নেওয়া উচিৎ হবে না৷ সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে৷’