রাজীব ঘাতক এজি পেরারিভালানকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি এ এস বোপান্না কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পেরারিভালান মুক্তির জন্য কর্নাটক সরকারের কাছে অনেক আগেই আর্জি জানিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল সিদ্ধান্ত নিতে অযথা দেরি করেছে। ভারতীয় সংবিধানের ১৪২ ধারার দৌলতে এই এজলাস অবিলম্বে পেরারিভালানকে মুক্তির নির্দেশ দিচ্ছে। সর্বোচ্চ আদালতের বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি বোপান্না বুধবার পেরারিভালানকে মুক্তির নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে, ‘পরিস্থিতি দাবি করছে, ১৬১ নম্বর ধারার পুনর্বিবেচনার।’ আদালতের পর্যবেক্ষণ কর্নাটকের রাজ্যপাল সংবিধান প্রদত্ত অধিকার অপব্যবহার করেছেন। সেই সঙ্গে দুুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাজ্যপালের ভূমিকা খতিয়ে দেখে এই আদালত মনে করে রাজীব ঘাতকের মুক্তির সিদ্ধান্ত নিতে রাজ্যের সাংবিধানিক প্রধানের ওপর ছেড়ে দেওয়া যায় না। তাই, আদালত কর্নাটক সরকারকে পেরারিভালানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিচ্ছে।’