দেশ

কাশ্মীরে ফের সেনার কনভয়ে হামলা, শহিদ ৪ জওয়ান, জখম ৩, চলছে গুলির লড়াই

ফের সেনা কনভয়ে হামলা কাশ্মীরে। এদিন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বৃহস্পতিবার বিকেলে দুটি মিলিটারে ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এখনও পর্যন্ত সেনার তরফ থেকে এই হামলায় বিস্তারিত কিছু বলা হয়নি। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিলিটারি ট্রাকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস-র জওয়ানরা ছিলেন। ইন্টেলিজেন্সের সূত্র ধরে গতকাল রাতে ডিকেজির জেনারেল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ‘এদিন সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এনকাউন্টার চলছে।’