কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়ে শুধু দেহাংশ। রাত পৌনে এগারোটা নাগাত, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে চেনাই যাচ্ছে না। রাস্তায় পড়ে রয়েছে শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে গিয়েছে।বাইকটিকে উদ্ধার করা হয়েছে। বাইকের নম্বার প্লেট ধরে চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘাতক লরির চালক ইতিমধ্যেই পলাতক। ঘটনাস্থলে প্রচুর মানুষ উপস্থিত হয়। তাঁদের অভিযোগ অহরহ এই জায়গায় বেপরোয়া গতিতে গাড়ি চলাফেরা করে। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে দেহটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতের দিকে শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এই মৃত্যু ফের একবার রাতের শহরের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। দুর্ঘটনার পরেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, প্রতিদিন রাতেই পুলিশ লরি চালকদের কাছ থেকে ‘উপযুক্ত টাকা’ নিয়ে বেপরোয়া লরিগুলো ছেড়ে দেয়। এমনকি, টোল বা সময়সীমা না মানলেও পুলিশ নাকি চোখ বুজে থাকে। ফলে দিনের পর দিন এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। স্থানীয়দের কথায়, “রোজ রাতে লরি আসে, পুলিশ টাকা নিয়ে ছেড়ে দেয়। আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে-কখনও প্রাণ দিয়ে, কখনও পঙ্গু হয়ে।” শাসনের ভূমিকা নিয়ে আবারও উদ্বেগ বেড়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
