বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। ৪৮ ঘণ্টায় ফের একবার ফের একবার বাংলার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইবে। গড়ে ৩৫ কিমি -৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া তবে যখন নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগ স্পর্শ করবে তখন বাতাসের সর্বোচ্চ গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে৷ আইএমডি কলকাতার পূর্বাভাস অনুসারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ অর্থাৎ ২০ সেমি -র বেশিও হতে পারে বৃষ্টি৷ এছাড়াও ১৪ তারিখে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিয়ে গড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে হাওয়া বয়ে যাবে৷ ঝোড়ো হাওয়ার গাস্টিং স্পিড সর্বোচ্চ হতে পারে ৫০ কিমি পর্যন্ত৷ উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আইএমডি৷