এবার মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে হামলা চালাল বজরং দল। সেই সময় ওই স্কুলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছিল। জানা গিয়েছে, হিন্দুত্ববাদী দলটির কর্মীদের সঙ্গে শতাধিক স্থানীয় জনতা স্কুলের সামনে এসে স্লোগান দিতে থাকে। সেই সঙ্গে তারা পাথরও ছুঁড়তে থাকে। পুলিশের তৎপরতায় পড়ুয়া ও স্কুলকর্মীদের কোনও মতে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বজরং দলের কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যের বিদিশা জেলার গঞ্জ বসোদা শহরে অবস্থিত সেন্ট জোসেফ স্কুলে পড়ুয়াদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। এরই প্রতিবাদে ওই হামলা। ইতিমধ্যে সেই হামলার মোবাইল ফুটেজ পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুল বিল্ডিংয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে। জানলার কাচ লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পাথর। স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি অবশ্য জানিয়েছেন, এই ধরনের হামলা যে হতে পারে সেখবর তাঁরা আগেই পেয়েছিলেন। সেইমতো পুলিশ ও স্থানীয় প্রশাসনকে তা জানিয়েও রেখেছিলেন। তবু তাঁর অভিযোগ, পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ। সেই সঙ্গে বজরং দলের অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর দাবি, তাঁদের স্কুলে এই ধরনের কোনও ধর্মান্তকরণের ঘটনা ঘটেনি। যে নামের তালিকা তাঁদের দেওয়া হয়েছে, ওই নামে কোনও পড়ুয়া এই স্কুলে নেই। পুরো অভিযোগটিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই দাবি মানতে একেবারেই রাজি নয় বজরং দল। বরং তাদের স্থানীয় নেতা হুমকি দিয়েছেন, স্কুল বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার।