ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারছেন না ঋতুপর্ণা। একথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছেন। ৬ জুনের পর তাঁকে ডাকা হলে যেতে পারবেন তিনি। ইডি সূত্রে খবর, আবারও তাঁকে তলব করা হতে পারে।